যখন তোমার কেউ ছিল না
তখন ছিলাম আমি
আজ তোমার সব হয়েছে
নেই তো এখন আমি।
মনে রেখ, আবার যখন সবাই হারিয়ে যাবে
ভালবেসে ডেকো আমায়, সদাই খুজে পাবে।
Comments
Post a Comment